ভাবনা বইছে এমন!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
খোলা আকাশ দখিনা বাতাস..
ভাবনা বইছে এমন..
হেঁটে যাই মনের আনন্দে -
মিশে যাই বাতাসের সাথে।

ভাবনা বইছে এমন..
বৃষ্টি বিন্দু বাম্প হয়ে -
মিশে যেতে চাই তপ্ত বাতাসের সাথে।

ভাবনা বইছে এমন..
ওই দূর পাহাড়ের বুকে -
যেতে চাই বাতাসের সাথে।

ভাবনা বইছে এমন..
আবারও যদি একটা বসন্ত আসে ফিরে -
ফিরবে কি তুমি চিনা একটা গন্ধ মাখা বাতাসের সাথে।

ভাবনা বইছে এমন..
গ্রামের পশ্চিমে বড় তাল গাছের পাতা -
ছুঁয়ে দিতে চাই বাতাসের সাথে।
208 Views
6 Likes
0 Comments
3.7 Rating
Rate this: