বাস্তব জীবন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
জীবন মানুষ যতটা সহজ ভাবে ততটা কি সহজ…? জীবনে চাইলেই কি সব পাওয়া যায়…? কাছের মানুষরা কেন পিছন দিক দিয়ে ছুরি মারে…? টাকা ছাড়া কি আসলেই কোনো ছেলের দাম নেই …? জীবনে সফল হতে কি কি প্রয়োজন…? এরকম হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খায় সব মৈধবিত্ত ছেলেদের মনে কিন্তু এসব প্রশ্নের উত্তর কোথাও পাওয়া যায় না আর এসব কেউ জানা থাকলে দিবেও না ...... কারন প্রিতিবির মানুষ গুলো বড়ই নিষ্ঠুর এখানে কেউ কাউকে ছার দেয় না । কেউ তার থেকে উপরে চলে যাক সেটা কেউ চাই না ।। তাই কিছু উওর জানা থাকলেও কেউই বলে না ,,,, আর এরকম প্রশ্নের উত্তর কারো কাছেই নেই আর থাকবেউ না । যদি টাকায় সব কিছুর উর্ধ্বে হতো তাহলে অনেক সংসার সময় দিতে পারে না এই অজুহাত দিয়ে বাংতো না ,,,,,,,,,, যদি টাকায় সব কিছুর উর্ধ্বে হতো তাহলে সে কালের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এর সংসার বাংতো না । আবার যদি বলি টাকা চারা কি জীবন আসলেই চলে …? তখন উওর দাঁড়াবে না ! কারন আপনি যদি কোনো জায়গায় বিয়ের সম্বন্ধ থেকে শুরু করে প্রেমের প্রস্তাব ও দেন তখন প্রথম প্রশ্ন টা হয় ছেলে কি করে। জীবনে সফল হতে কি প্রয়োজন…? আসলে যদি আপনি পাঁচ জন কে জিজ্ঞেস করেন তাহলে পাঁচ রকম কথা বলবে কারন পাঁচ জন পাঁচ চিন্তা ভাবনার মানুষ ‌কারো কথায় আপনি অনুপ্রেরণা খোঁজে পাবেন আবার কারো কথায় ভাবনায় পরে যাবেন এসব মনে হয় আমার দারা সম্ভব না। আর এই দুনিয়ায় অসম্ভব বলে কিছুই হয় না কেননা আজকাল মানুষ চাঁদেও বসবাস করার চিন্তাভাবনা করছে ! তাই কাউকে জিজ্ঞেস না করে নিজের যেটা ভালো লাগে যেটা নিজের কাছে সঠিক মনে হয় সেটাই করা উচিত । জীবনে চাইলেই কি সব পাওয়া যায়…? অনেক এ বলবে হ্যাঁ অনেক এ বলবে না কারন সবার পরিস্থিতি সমান না আর সমান থাকার ও কথা না আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারি নিজের ব্রেইন টা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি তাহলে সবই পাওয়া সম্ভব আচ্ছা আপন মানুষেরাই কেন দুঃখের কারন হয়ে দাঁড়ায়…? এর দায়ী আমরা নিজেরাই কারন আমাদের সমস্ত ব্যাক্তিগত কথা তাদের বলে ফেলি আমার আনন্দ কিসে হয় দুঃখ কিসে হয় আসলে এরকম কিছু কথা আছে যা কাউকে বলা উচিত না কারন একটা সময় এই কথা দ্বারাই আপনাকে কষ্ট দেবে কারন কেউই সুখের কথা তুলে না কারো খুঁচিয়ে খুঁচিয়ে সব পুরোনো কষ্টের স্মৃতি গুলো মনে করাবে আর এরকম কিছু কথা যা ছুরি আঘাতের চেও বেশি বুকে লাগে এটাই স্বাভাবিক কারন কিছু মানুষ অন্য জন কে কাঁদতে পারলেই তারা আনন্দ পায় তাই কিছু কথা গোপন থাকা অতি উওম আমার মতে যদি সে কষ্টে না জানতেই পারে তাহলে সে কষ্ট দেওয়ার সুযোগ ও পাবে না । তাই জীবন টা কে নিজের মতো গড়ে তুলা উচিত কারো কথায় কোনো খান দেওয়ার কোনো মানে হয় না আর কে কি ভাবলো তা দেখার কোনো দরকার নেই যদি তোমার সিদ্ধান্ত তোমার কাছে ভালো লাগে তাহলে এটাই করা উচিত কারন জীবন টা তোমার লোকের নয় আর অবশ্যই সমস্ত সিদ্ধান্ত নিজের ঈমান ঠিক রেখে আল্লাহর উপর ভরসা রেখে করলে ইনশাআল্লাহ পোরন হয়ে যাবে ইনশাআল্লাহ
333 Views
3 Likes
2 Comments
4.5 Rating
Rate this: