কোনো একদিন হয়তো রেললাইনে তুমি আমি
হাঁটবো দুজনে,
সুন্দর এই পড়ন্ত বিকেলে।
দুহাত মিলে উজাড় করব বুক,
তোমার হাতছানিতে,
সুন্দর এই পড়ন্ত বিকেলে।
দুজন দুজনার হাত ধরে হাঁটবো,
দেখবো সূর্যাস্ত ,
সুন্দর এই পড়ন্ত বিকেলে।
আমার বুকে রাখবে মাথা,
ছাড়বে স্বস্তির শ্বাস ,
সুন্দর এই পড়ন্ত বিকেলে।
অপরূপ সৌন্দর্যের কাশ্মীর দেখা যায়,
সুন্দর এই পড়ন্ত বিকেলে৷
দুজনে হাটবো শত কিলোমিটার রাঙিয়ে
রেললাইনের পাত,
সুন্দর এই পড়ন্ত বিকেলে ।
রেল লাইনের দুপাশ দিয়ে হাত ধরাধরি করে
হাঁটবো দুজনে,
সুন্দর এই পড়ন্ত বিকেলে।
কাশফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবো দুজনে,
সুন্দর এই পড়ন্ত বিকেলে।
দক্ষিণা বাতাসের মৃদু দোলনীতে তোমার
সুকেশ গুলো দুলবে,
সুন্দর এই পড়ন্ত বিকেলে।
পড়ন্ত বিকেল
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
282
Views
7
Likes
1
Comments
5.0
Rating