এই গুলা কি ছিলো ?
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
কতিপয় সত্য ঘটনা। তখন শৈত্য শেষের দিকে একটু একটু শিত ছিলো তখনো। আমরা গিয়েছিলাম আমাদের খালামনির বাড়িতে বেড়াতে। ভালোই কাটছিলো সব কিছু।কিন্তু মানুষ আবার বেশি খুশি থাকলে দুঃখ আসতে সময় লাগে না তেমন নি হলো। আমার খালাতো ভাইকে সন্ধ্যার সময় দোকানে পাঠানো হয়েছে আমাদের জন্য নাস্তা আনতে।খালাতো ভাই তখন ষষ্ঠ শ্রেনীতে পড়ে বেশ ছোট্ট সে। খালামনি তাকে বলছে পুরি আনতে আমাদের জন্য, সে গেলো আনতে, দোকান ছিলো অনেক দূরে আর সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল কম করে গাড়িও কম চলে তাই মানুষ দোকানে হেটে যাই । সে পুরি কিনে দোকান থেকে ফিড়তে ফিড়তে প্রায় এশার আযানের সময় হয়ে গেছে। সে দোকান থেকে হেটে হেটে এ আসছিলো কিছুখন হাটার পর সে অনুভব করলো তার পিছন পিছন কেউ আসছে। সে ভয়ে নিয়ে হাটছে আর কৌতুহলী হয়ে উঠলো কেউ কি পিছনে আছে নাকি।কোনো মানুষ নেই নির্জন রাস্তায় শুধু অন্ধকার আর অন্ধকার হাতে টচ লাইট ছিলো শুধু। পরবর্তীতে কৌতুহল বশত অনেক ভয় নিয়ে পিছনে টচ লাইট মারলো আর দেখলো তিনটি কুকুর। আর সে এমনেও কুকুর কে অনেক ভয় পাই কারণ ছোট বেলাই কুকুর তার গালে কামুড় দিয়ে গালের গোস্তো ছিড়ে পেলছে। সে কুকুর গুলো দেখে ঘাবড়ে গেলো অনেকখন দাড়িয়ে থাকলো সেখানে কিন্তু কুকুর গুলো ও নাকি তার পিছু ছাড়চে না এক জায়গায় দাড়িয়ে আছে তার সাথে । রাস্তা হচ্ছে নির্জন কেউ নেই। মানুষ দূরে থাক আসে পাশে কোনো বাড়িও নেই। সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি হাঁটছে পিছু পিছু সেই তিনটি কুকুর ও আসছে। কুকুর গুলো তার পিছুও ছাড়চে না। তারপর অনেক খন এই ভাবে হাটলো কুকুর ও তার পিছন পিছন আসছে ।এক সময় তার ভয়ে আর বেড়ে গেলো সে দৌড় দিলো পিছনে কুকুর গুলো দৌড়াতে লাগলো একটা তো তার গায়ে যাপিয়ে পড়লো সে কুকুরটাকে দূরে ঢেলে দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে একটা বাড়িতে গিয়ে ডুকলো অনেক খন বাড়ির ভিতরে ছিলো আবার যখন বাড়ির বাহিরে আসলো তখনো দেখলো কুকুর গুলো দাড়িয়ে আছে এখনো । সে আবারও ডুকে পড়লো ওই বাড়িতে তারপর তাদেরকে গিয়ে বললো পরে একজন পুরুষ তাকে বাড়িতে পৌছে দিলো। বাড়িতে আসছে সে এত ভয় পাইছে শুধু কাপছে হাত পা ঠান্ডা হয়ে গেছে খালামনি তাকে জড়িয়ে দরে রাখছে অনেকখন কিন্তু তার ভয় যাচ্ছে না সে আমাদের বলছে আর কান্না করছে এতো ভয় পাইছে মৃত্যুর পথ থেকে পিরে আসছে। খালামনিও কান্না করে দিছে তার সাথে, খালামনির একটা সন্তান মাত্র সে এ আর কেউ নেই। এখনো ভয় পাই সে কুকুর কে দুইবার তাকে কুকুর এ মেরে পেলার চেষ্টা করছে। আল্লাহ যানে কি হয় তার বর্তমান আর ভবিষ্যৎ। ইনশাআল্লাহ যেনো সুন্দর হয়। আমি ভাবছি যে ওই কুকুর গুলো কি ছিলো?????
347
Views
11
Likes
4
Comments
4.3
Rating