সকালবেলা নতুন জামা পড়ে ঈদের সাজে সেজেছি,
বাবার সাথে ঈদগায়ে গিয়েছি।
মায়ের হাতের সেমাই খেয়ে পেতাম অনেক মজা,
ছোটবেলার স্মৃতিগুলো বড্ড বেশি তাজা।
ছোটবেলার ঈদগুলো হয় না কভু তুলনা,
ছোটবেলার ঈদগুলো এখনো ভুলা গেল না।
ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সুখ,
ঈদের মধ্যে সকল মুসলমানের শান্তি বয়ে আসে এবং অনবরত আসতে থাকুক।
বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম তোমাকে।
এসো আমার বাড়িতে,
খেতে দেব আমার স্পেশাল থালাতে।
ঈদের আগের রাতে সবাই গুছিয়ে রাখে ঈদের নতুন পোশাক,
ঈদের দিন সকলকে জানাই ঈদ মোবারক।
ঈদ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
228
Views
8
Likes
1
Comments
4.8
Rating