অন্য রকম শরৎ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বদলে যাওয়া ঋতুর চাপে
ভাদ্র যদিও এলো,
নীল গগনে সাদা মেঘের
ভেলা কোথায় গেল?

রোদ্র প্রখর তপ্ত মূখর
স্স্থব্দ গাছের পাতা,
দিনে রাতে ঘর্মাঘাতে
ঘুরছে যেনো মাথা।

দুর্বা ঘাসে ধানের শীষে
হয় না শিশির জমা,
রাত্রি শেষে নত বেশে
চাইছে যেনো ক্ষমা।

শরৎ রানী আসলো তবুও
মিষ্টি মধুর লাজে,
চুপি চুপি সাজলো দেখো
অন্য রকম সাজে।

হাওড় -বাওড় চরে বিলে
নদীর কুলে কুলে,
শুভ্র সাদা নরম পালক
মুগ্ধ কাশফুলে।

শিউলি টগর ফুটছে বটে
নীরব অভিমানে,
উষ্ণ হাওয়ার চায় অবসান
সবাই মনে প্রাণে।

শরৎ মানেই শিউলি ঝরা
শিশির ভেজা ঘাস,
স্নিগ্ধ শীতের মিষ্টি আমেজ
সতেজ প্রাণোচ্ছাস।


148 Views
10 Likes
1 Comments
4.4 Rating
Rate this: