আমার বাবা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমার বাবা আমার কাছে
বিশ্ব সেরা ধন,
রাজ বাহাদূর খান বাহাদূর
তুচ্ছ সকল জন।
মনি-মুক্তা কারু-খচিত
চাই না সিংহাসন,
কুড়ে ঘরেই বাবা আমার
অমূল্য রতন।

ধনে- মানে জ্ঞানে- গুনে
না- হোক রাজাধিরাজ,
নিঃশব রিক্ত বাবা আমার
ভালোবাসার তাজ।

আমার দেহের রক্ত কণায়
বাবার দেহের ঘাম,
জীবন দিয়েও যায় না দেয়া
একটু ঘামের দাম।

পিঠের ছাতায় বুকের ওমে
শীত তাপ ঢাকে,
বৃষ্টি রোদে ঝড় তুফানে
আড়াল করে রাখে।

সহজ সরল আমার বাবা
অবুঝ শিশুর মত,
ক্ষণিক পরেই সব ভুলে যায়
কষ্ট পেলেও শত।

তুষার সাদা চুল দাড়ি তার
নির্মলতার প্রতীক,
আমার বাবা আমার কাছে
পথের সঠিক দিক।

আমার বাবা আমার কাছে
নীল সাদা আসমান,
চাঁদ সূরুজের আলো দিয়ে
বাঁচায় আমার প্রাণ।
268 Views
24 Likes
4 Comments
4.8 Rating
Rate this: