রহস্যময় ভালোবাসা (Mysterious Love ) Episode 9

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
কে জানতো এই বাসররাত আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।।।।।

আমি তিন্নির সাথে সহবাস করতে লাগলাম, এমন সময় আমি যখন তিন্নির দিকে তাকাই তখন দেখি সেই মিশকাত। আমি খুব অবাক হয়ে যাই এবং ভালোভাবে চোখ মুছে আবার তাকালাম,দেখলাম এটি আসলেই মিশকাত এবং সে আমার দিকে তাকিয়ে হাসছে আর আমার সাথে সহবাস করছে। আমি হতভম্ব হয়ে তাকে সরিয়ে দেই এবং আমি নিজে ঠিক হয়ে যাই। এমন সময় সে আমার দিকে তাকিয়ে বলল কি হল এরকম করছো কেন তুমি?

এবার যখন আমি তাকাই দেখি এবার সে তিন্নি। আমি নিজেই কনফিউশনে পড়ে যাই আসলে সে কি তিনি নাকি মিশকাত। এমন সময় আমি তাড়াহুড়ো করে বাথরুমে যাই নিজেকে ফ্রেশ করার জন্য। কিন্তু আমি যখন বাথরুমে যাই নিজেকে ফ্রেশ করার জন্য আমার সাথে এমন সব ঘটনা ঘটল যা আমি কখনো ভাবতেও পারিনি।

আমি যখন বাথরুমে যাই নিজেকে ফ্রেশ করার জন্য তখন দেখি আমার পাশে আর কেউ না মিশকাত দাড়ানো থাকে এবং সে অট্টহাসি দিয়ে আমাকে বলতে থাকে,,,,,,

-কি হল বাবু তুমি আমাকে দেখে এরকম ভয় পাচ্ছ কেন? তুমি না আমাকে ওয়াদা করেছিলে আমরা সবসময় একসাথে থাকব? তাহলে আজ আমাকে এত দূরে ছড়াচ্ছ কেন তুমি? তুমি কি ভেবেছিলে আমাকে ছেড়ে দিলে তুমি ছাড় পেয়ে যাবে? কোনদিনও না।
-মানে কি বলতে চাও তুমি?
- কি বলতে চাই বুঝনা তুমি বাবু? তুই আমার সাথে যে ভুল করেছিস এর শাস্তি তাকে পেতেই হবে। আমি তোর এবং তোর বউ এবং যারা আসবে তাদের কাউকে আমি ছাড়বো না।

এই বলে সে অট্টহাসি হাসতে হাসতে উধাও হয়ে গেল। এমন সময় তিনি রুমে থেকে বলতে লাগলো,,,,

- কি হলো বাথরুমে এত সময় কি করছ এবং তার সাথে কথা বলছো তুমি?
- তা কিছুনা আসছি আমি দাঁড়াও।

এই বলে আমি বাথরুম থেকে বের হলাম। আমাকে দেখে তিন্নির জিজ্ঞাসা করতে লাগলো,,,,

- কি হলো তোমাকে এরকম চিন্তিত আর ভয় ভয় লাগছে কেনো?
- না কিছু না আসো ঘুমায়া যাবো শরীরটা অনেক ক্লান্ত লাগছে ।
- কি হয়েছে বলবা তো আমাকে আমাকে না বললে কাকে বলব বলো?

কিন্তু আমি কিছু বললাম না এবং চোখ বন্ধ করে শুয়ে থাকলাম অপর মুখী হয় আর ভাবতে থাকলাম, কি এমন হলো মিশকাতের সাথে এবং কেন আমাকে দোষারোপ করতেছে। মিশকাত কি তাহলে আসলেই মারা গেল? এটা তাহলে আসলেই কি মিশকাতে আত্মা ছিল? যদি এটা মিশকাতের আত্মা হয়ে থাকে তাহলে তো আমি কোনো দোষারোপ করি নি কিন্তু সেতো আমাকে তার মৃত্যুর জন্য দায়ী করছে। আর তাছাড়া মেশকাতের মৃত্যু হল কিভাবে? আগামীকাল মিশকাতের বাসায় গিয়ে তার সঠিক উত্তর বের করতে হবে। আর আমি তিন্নির উপর কোনো বিপদ আসতে দিতে চাইনা। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি।

পরের দিন সকালে রেডি হয়ে আমি বের হয়ে যাই মিশকাতের বাসার উদ্দেশ্যে। যখন আমি মিশকাতের বাসার সামনে আসি দেখি দরজার সামনে তালা মারা। আমার বুঝতে বাকি রইল না তারা কেউ যে বাসায় নেই। আমি অফিসে ফোন দিয়ে বললাম আজকে আমার আসতে দেরি হবে। এই বলে আমি বের হয়ে গেলাম এক কবিরাজের সাথে দেখা করার জন্য। অনেক খুজাখুজির পর এক কবিরাজের সন্ধান পেলাম। হুজুর আমাকে দেখেই কি যেন পড়া শুরু করলেন এবং বলতে লাগলেন,,,,,,

- আমি জানি তুমি অনেক বড় এক বিপদে পড়েছ,কিন্তু কোন সমস্যা নেই এর উপায় আছে আমার কাছে। আসলে সে মারা গেছে ঠিকই কিন্তু তার জানাজায় এখনো হয়নি, যার কারণে তার অতৃপ্ত আত্মা এখনও ঘুরছে। তুমি যদি তার মৃত শরীর খোঁজে জানাযার ব্যবস্থা করতে পারো তাহলে সে মুক্তি পেয়ে যাবে। এখন সে তোমার খুব কাছের একজনের শরীরে ভর করে আছে। আমি আপাতত তোমাকে একটি তাবিজ আর একটু পানি পড়া দিচ্ছে এটা ওকে খাওয়াইয়ে দিয়ো এবং তাবিজ পরাই দিয়ো।
- সব বুঝলাম কিন্তু সে কে???

চলবে,,,,,,,
452 Views
10 Likes
2 Comments
4.6 Rating
Rate this: