তুমি এলে বলে চাঁদকে দেখে খুশিতে ভরে আখি,
তুমি এলে বলে যমুনার জলে তোমার ছবি আঁকি।
তুমি এলে বলে আকাশ রঙে আবির রাঙায় লালে,
তুমি এলে বলে পূর্ণিমা চাঁদে প্রেমের প্রদীপ জ্বলে।
তুমি এলে বলে মেঘের কোলে আলোয় জমাট বাঁধে ,
তুমি এলে বলে বৃষ্টি ঝরিয়ে এই মনের প্রেমের সুর বাজে।
তুমি এলে বলে বাতাসের সাথে ফুলের সুগন্ধ ভাসে,
তুমি এলে বলে তোমাকে পেয়ে বুকে প্রেমের কাপন আসে।
তুমি এলে বলে তোমাকে নিয়ে বাঁধি প্রেমের জুটি,
তুমি এলে বলে আজ আমার সকল কাজের ছুটি ।
তুমি এলে বলে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
252
Views
9
Likes
2
Comments
4.4
Rating